রাজধানীর খিলক্ষেত হতে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

আপডেট: এপ্রিল ১৭, ২০২৩
0

রাজধানীর খিলক্ষেত হতে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১
সিনিয়র সহকরিী পরিচালক (মিডিয়া ) পারভেজ রানা জানা্ন, ১৬ এপ্রিল ২০২৩ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদাহ জেলা হতে ০১টি প্রাইভেটকার করে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে ঢাকার উত্তরা দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৬ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক ২২১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন খিলক্ষেত সাকিনস্থ নিকুঞ্জ মডেল সার্ভিসিং সেন্টার এন্ড সি.এন. জি ফিলিং ষ্টেশন এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ রানা মোল্লা (২১), পিতা-মোঃ নজরুল ইসলাম, জেলা-মাদারীপুর এবং ২) মোঃ আমজাদ হোসেন (৩৮), পিতা-মোঃ এফাজ উদ্দিন মোল্লা, জেলা-জামালপুরদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৩৫৪ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ঝিনাইদহ জেলার সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।