রাজধানীর তেজগাঁও হতে ৭ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: এপ্রিল ২১, ২০২১
0

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে ০৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোছাঃ শরিফা বেগম (২৫), মোছাঃ সালমা বেগম (৩১), ও মোঃ ফয়সাল হোসেন (২৫)।গ্রেপ্তারকৃত একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না।

গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহিদুল ইসলাম বলেন, গতকাল ২০ এপ্রিল, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুন বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য মতে, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার হাজীপাড়া এলাকা হতে তাদের সহযোগী ফয়সালকে গ্রেপ্তার করা হয়। এসময় ফয়সালের হেফাজত হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে মর্মে পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা জানান। এ সংক্রান্তে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আজ (২০ এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।