রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় নাশকতার তথ্য নেই : আইজিপি

আপডেট: এপ্রিল ১৩, ২০২৩
0

বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো নাশকতার তথ্য নেই বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি দাবি করেন যে উগ্রবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপিল) বেলা সাড়ে ১১ টায় রংপুর জেলা পুলিশের মাল্টিপারপাস হল রুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রংপুর বিভাগ মাদকের ট্রানজিট রুট সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ প্রধান বলেন, ‘মাদকের বিষয়ে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। মাদকে আমাদের সন্তানরা জড়িত হচ্ছে, এটা উদ্বেগজনক। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে কাজ করছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট র‌্যাবসহ সবাই মিলে একযোগে মাদকের বিরুদ্ধে কাজ করছি এবং মাদককে আমরা নিয়ন্ত্রণে রেখেছি।’

আগুন লাগার সাথে উগ্রবাদ কিংবা কোনো দলের নাশকতার বিষয় আছে কিনা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘আপনারা দেখেছেন কিছুদিন আগে বঙ্গবাজারে একটা আগুন লাগার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গাতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, যদি ওই ধরনের কোনো তথ্য পাই, নিশ্চয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। তবে এই ধরনের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।’

‘মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি,’ বলেন তিনি।

বর্ষবরণ বিষয়ে প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘উড়ো চিঠি দেয়া হয়েছে। তবে আমরা আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু দেখছি না। এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি, পহেলা বৈশাখে মানুষ মঙ্গল শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে যেভাবে তারা অতীতে অংশগ্রহণ করেছেন, এবারো তা করতে পারবেন। সে জন্য সকল নিরাপত্তা নেয়া হয়েছে।’

পুলিশ প্রধান বলেন, ‘এককালে এই বাংলাদেশে একটা সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ওই এলাকার লোকজনের কী দুরবস্থা ছিল, আপনারা সবাই জানেন। তারা ওইসব এলাকা থেকে চলে গিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে ওই অঞ্চলে আইনশৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে।