রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশি নির্যাতন: ছাত্রদল সভাপতি-সাধারন সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ

আপডেট: মার্চ ১২, ২০২৩
0

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এসময় পুলিশ কর্তৃক আলো নিভিয়ে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতনের গুরুতর অভিযোগও উত্থাপিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরেই দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার যে ভয়ঙ্কর সুদূরপ্রসারী পরিণতির আশঙ্কা ব্যক্ত করছে, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর এক‌টি স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। পুলিশের নির্মম ছররা গুলি, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জে বহু সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এসময় জলকামান থেকে পানিও ছোঁড়া হয়। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, এ্যাম্বুলেন্সে সংকুলান না হওয়াতে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদেরকে হাসপাতালে পাঠাতে হয়েছে। হাসপাতালে এইমুহুর্তে প্রচুর রক্তের প্রয়োজন বলে জানা গেছে।

সাধারণ শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান গ্রহণ এবং আহতদের রক্ত ও চিকিৎসার প্রয়োজনে প্রস্তুত থাকতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া রক্তের প্রয়োজনে সকল ছাত্রসংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের প্রস্তুত থাকারও মানবিক আহবান জানানো হয়েছে।