রাজাপুরে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১
0

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠিল রাজাপুরে বিধি লঙ্ঘন করে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ উঠেছে দলিল লেখক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান উপজেলার পূর্ব রাজাপুর (খারাকান্দা) এলাকার মৃত মোসলেম আলী খানের ছেলে।

অফিস সূত্রে জানাগেছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন করে মৌখিক ভাবে বসার জায়গা নিয়ে পারেন। ঐ জায়গা কারো কাছে বিক্রয় বা হস্তান্তর করার কোন বিধান নাই। কিন্তু বিধি লঙ্ঘন করে মনিরউজ্জামান তার পজিশন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে নগদ অর্থের বিনিময় বিক্রয় করেন। এ ঘটনায় বুধবার মনিরউজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মনিরউজ্জামান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, ওটা আমার চেম্বার কেন বিক্রয় করবো। আমি শুনেছি দলিল লেখক আলকাস তার পজিশনের অর্ধেকটা দুই লাখ টাকায় বিক্রয় করেছেন।

এ ব্যাপারে উপজেলা সাব-রেজিস্টার ইয়াসমিন সিকদার বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি