রাত পোহালেই বাঘ-সিংহের লড়াই

আপডেট: আগস্ট ৩০, ২০২৩
0

বাংলাদেশের অভাব শুধু একটা আন্তর্জাতিক শিরোপার। এবারের এশিয়া কাপ দিয়েই পূর্ন হতে পারে এই শূন্যতা। সেই লক্ষ্যেই কোমর বেঁধে প্রস্তুত টাইগাররা। এবার শুরু স্বপ্নপূরণের পালা। সেই লক্ষ্যেই রাত পোহালে মাঠে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের আতিথ্য নেবে টাইগাররা। যেখানে এর আগে কখনোই ওয়ানডে খেলেনি বাংলাদেশ দল।

শ্রীলঙ্কার সাথে লড়াইটা এখন আর স্বাভাবিক নেই। একটা সময় দু’দলের সম্পর্ক বেশ মোহনীয় থাকলেও, এখন আর তা নেই। নিদাহাস ট্রফি যেন সব বদলে দিয়েছে সব সমীকরণ। সম্পর্কে দেখা দিয়েছে তিক্ততা আর নানা টানাপোড়েন। দু’দলের লড়াই এখন যেন ক্রিকেটেরই অন্যতম আকর্ষণ।

বাংলাদেশ ক্রিকেটে চলছে পালাবদল। সিনিয়র অনেক ক্রিকেটারই দলে নেই৷ যারা আছেন, তাদেরও ভূমিকায় এসেছে বদল। শুধু চরিত্র নয়, চিত্রনাট্যেও এসেছে পরিবর্তন। প্রতিনিয়ত আধুনিক ক্রিকেটের সাথে মেশার চেষ্টা করছে টাইগাররা, খেলতে চায় সাহসী ক্রিকেট।

শেষ কয়েক সিরিজেও দেখা গেছে ভিন্ন এক বাংলাদেশকে। বলা হচ্ছিল এশিয়া কাপেও তেমনটা দেখা যাবে। সেই লক্ষ্যেই পূর্ণ শক্তির দল নিয়েই শ্রীলঙ্কায় এসেছিল সাকিব বাহিনী। তবে এবাদত আর লিটনের হঠাৎ ছিটকে যাওয়া ভড়কে দিয়েছে খানিকটা। তবুও তাদের থেকে সাহসী ক্রিকেট দেখারই প্রত্যাশা।

প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অবশ্য বেশ কড়া। যদিও সেরা সময় পেছনে ফেলে এসেছে, তবে তরুণরা বেশ সম্ভাবনাময়। যাদের নিয়ে ইতোমধ্যেই এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছে লঙ্কানরা। এই আসরেও চমকে দিতে পারে তারা। এছাড়া ঘরের মাঠে খেলা থাকায় খানিকটা বাড়তি সুবিধা পাবে অনায়াসেই। যদিও চোটের কারণে সেরা দলটা পায়নি তারাও।

দু’দলের বর্তমান অবস্থা প্রায় সমানে সমান হলেও পরিসংখ্যানের পাতায় ঢের এগিয়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের সাথে ৫১ ম্যাচ খেলে ৪০টিতেই জয় তুলে নিয়েছে তারা। টাইগারদের জয় মোটে ৯ ম্যাচে। যেখানে অবশ্য শেষ ১২ ম্যাচেই ৫ জয় বাংলাদেশের।

এশিয়া কাপে দু’দল মুখোমুখি হয়েছে ১১ বার। যেখানে ২ বার জয় আছে টাইগারদের। আশার কথা হলো শেষ তিন ম্যাচেই ২ বার জিতেছে বাংলাদেশ।

দু’দলের লড়াইয়ে সর্বোচ্চ রান কুমার সাঙ্গাকারার (১২০৬) হলেও, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের, ১০২০ করেছেন তিনি ৫৪.২১ গড়ে। খেলতে থাকাদের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৮ রান তামিম ইকবালের ও তৃতীয় সেরা সাকিবের রান ৬২৬।

একইভাবে দু’দলের মুখোমুখি দেখায় বোলারদের তালিকায় ৩১ উইকেট নিয়ে সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন থাকলেও, বর্তমানে খেলা বোলারদের মাঝে এগিয়ে মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ২১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট সাকিবের। তিনে থাকা মিরাজ নিয়েছেন ১৪ উইকেট।