রামুতে হাতিসহ সকল বন্যপ্রাণী হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন”

আপডেট: সেপ্টেম্বর ২, ২০২১
0

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিগত ৩১ আগস্ট ২০২১ ইং রোজ মঙ্গলবার ভোররাতে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধান ক্ষেতে চলে আসা একটি মা হাতিকে দূর্বৃত্তরা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফাঁদে ফেলে হত্যা করে এবং তার মাথা ও শরীর খন্ডিত করে মাটিতে পুতে ফেলার চেষ্টা করে। উক্ত ঘটনার প্রতিবাদে ২ সেপ্টেম্বর ২০২১ ইং বিকেল ৩ টায় রামু চৌমুহনী চত্বরে পরিবেশিবাদী সংগঠন ইডিসিআর, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত আয়োজনে “বন্যপ্রাণীর আবাসস্থলে সকল ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধ ও অবৈধ দখলদার মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইডিসিআর সভাপতি চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর পরিবেশ ও বন্যপ্রাণী গবেষক ড. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদের সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব সালাউদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সুশাসনের জন্য নাগরিক সুজন এর রামু উপজেলা সহ-সভাপতি কিশোর বড়ুয়া,গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সেলিম উল্লাহ সিরাজী, এডভোকেট তানভীর শাহ ,আবদুর রহমান, মিনহাজুল মনোয়ার, ইমরান হোসাইন, নাহিদ আহমেদ অপু, সোহরাব কামাল জাবেদ সহ সহ আরো অনেক।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ৩১ আগস্ট ভোররাতে খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় হাতি হত্যার তীব্র নিন্দা জানান এবং হাতিসহ সকল বন্যপ্রাণী হত্যা বন্ধ এবং বন্যপ্রাণীর আবাসস্থল অবৈধ দখলদার মুক্ত করার জোড়ালো দাবি জানান।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে মাবববন্ধন বক্তারা নির্মমভাবে হাতি হত্যার তীব্র নিন্দা করেন। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল অবৈধ দখলদারদের দখলে যাওয়ার জন্য কারন হিসেবে বক্তারা বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলাকে দায়ি করেন।
তাছাড়া উক্ত কর্মসূচিতে বক্তারা কয়েকযুগ যাবৎ পাহাড়ে বসবাস করা মানুষগুলোকে পূনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ন কেন্দ্র স্থাপনের জন্য সরকারের প্রতি জোড়ালো দাবি জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন বলেন হাতি সবচেয়ে বৃহদাকার প্রাণী, কাজেই তার সংরক্ষণ মানে হচ্ছে অনেক বড় বনকে সংরক্ষণ করা। আর হাতি প্রকৃতির একটি অংশ হাতি সংরক্ষণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান একটি উপকরণ। কাজেই পরিবেশকে সংরক্ষণ করতে হলে হাতির মতো বড় প্রাণী সংরক্ষণ অবশ্যই অগ্রাধিকার দিতে। তিনি সাম্প্রতিক সময়ে হাতি হত্যার জন্য তীব্র প্রতিবাদ জানান এবং তার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন।


সভাপতির বক্তব্যে ডক্টর নাসির উদ্দিন বলেন২০১৬ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ ২৬৮ হাতি ছিল। তার মধ্যে কক্সেসবাজার জেলাতেই ছিল ১১৭ টি হাতি। তবে ২০১৫ থেকে আজ পর্যন্ত শুধুমাত্র কক্সবাজারেই বিভিন্ন কারণে মারা গেছে হাজার ১৯ টি হাতি এবং বাংলাদেশ মারা গেছে ৬৫ টিহাতি। তিনি বলেন হাতি হত্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে বসবাসের জায়গায় মানুষের বসবাস, চাষাবাদ এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা। কাজেই হাতি সংরক্ষণ কে নিশ্চিত করতে হলে বনকে অবৈধ দখলদার মুক্ত করতে হবে এবং বন্যপ্রাণী আইনের সঠিক প্রয়োগ করতে হবে। একই সাথে সরকারের বিভিন্ন সংস্থা এবং অধিদপ্তরকে একযোগে কাজ করতে। বন বিভাগ একার পক্ষে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব নয়, তাই এই এর কাজ করার জন্য স্থানীয় জনগণ রাজনীতিবিদদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জবরদখল বন্ধসহ বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে তিব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জলবায়ু উদ্বাস্তু দেরকে খুরুশকুলে যেইভাবে খুব অল্প জায়গার মধ্যে পুনর্বাসন করেছেন একইভাবে যে সকল মানুষ সংরক্ষিত বন দখল করে আছেন তাদের সংরক্ষিত বনাঞ্চল থেকে নিয়ে এসে নির্দিষ্ট জায়গার মধ্যে বসবাসের ব্যবস্থা করা গেলে বন ও বন্যপ্রাণী সংরক্ষন অনেকাংশে অগ্রগামী হবে।