রোজিনা ইসলামকে সচিবালয়ে নির্যাতন ও কারাগারে দেয়ার প্রতিবাদ ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথের

আপডেট: মে ১৮, ২০২১
0

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক, তাঁকে শারিরীকভাবে লাঞ্ছিত করা, গ্রেপ্তার,মামলার প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ্ ।

ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ্ এর আহবায়ক অধ্যাপক ডা রশিদী মাহবুব ও সদস্য সচিব ডা শাকিল আখতার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি সাংবাদিকতার জন্য জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে পুরস্কৃত প্রথম আলো’র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক, তাঁকে শারিরীকভাবে লাঞ্ছিত করা, গ্রেপ্তার,মামলা,হয়রানির ঘটনা ঘটেছে, যা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।

আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তির জোর দাবী জানিয়েছেন।