র‌্যাবের অভিযানে চাদাবাজা, ছিনতাইকারীর ৫৩ সদস্যকে অস্ত্র ও টাকাসহ গ্রেফতার

আপডেট: এপ্রিল ১২, ২০২২
0

র‌্যাবের পৃথক ১৫টি অভিযানে রাজধানীর রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকা হতে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩৩ জন চাঁদাবাজ ও ২০ জন ছিনতাইকারীসহ মোট ৫৩ জন গ্রেফতার; চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত নগদ ১,৪৪,৭৩০ টাকা, মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরকে লক্ষ্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় কতিপয় সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। উৎসব প্রিয় রাজধানীবাসী পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে রাতভর কেনাকাটা করে থাকেন এবং ব্যবসায়ীরাও উক্ত সময়ে বাজারে তাদের পণ্য সরবরাহ বৃদ্ধি করে থাকেন। এই সুযোগে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র রাজধানীর বিভিন্ন স্থানে সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ী হতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা দিতে রাজী না হলে তারা জীবন নাশের হুমকি প্রদর্শন করে। তাদের অত্যাচারে দোকানদারদের স^াভাবিক ব্যবসা পরিচালনা করা দুর্বিসহ হয়ে উঠেছে। এছাড়াও পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত হতে ঈদের কেনাকাটা উপলক্ষে রাজধানী মুখী মানুষের বড়বড় শপিংমল ও বাজার কেন্দ্রিক চলাচল বৃদ্ধি পাওয়ার সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রাপথে নিরীহ পথচারীদের সর্বস^ ছিনতাই করে চলছে। সাম্প্রতিককালে চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধির বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ফলশ্রুতিতে র‌্যাব উক্ত চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারীবৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-৩ এর কয়েকটি আভিযানিক দল একযোগে রাজধানীর রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন ও ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সদস্য ১। মোঃ আওয়াল (৪৫), সাং-৯৮/৭, পশ্চিম মাদারটেক, রাজারবাগ বাসাবো, থানা-সবুজবাগ, জেলা-ঢাকা, ২। মোঃ আতিক (৩৫), সাং-আগদহখোলা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, ৩। মোঃ আলাউদ্দিন (৪৫), সাং-এখলাসপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, ৪। মোঃ ইসমাইল (৫৪), সাং-বাসা নং-২৩, কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, থানা-বংশাল, জেলা-ঢাকা, ৫। মোঃ জুয়েল (৪৩), সাং-মহিষেরচর, থানা-মাদরীপুর সদর, জেলা-মাদারীপুর, ৬। মোঃ দুলাল (৪৫), সাং-সৈয়দ বুস্তা, থানা-ডামুডা, জেলা-শরিয়তপুর, ৭। মোঃ বদির উদ্দিন বাবু (৫০), সাং-এখলাসপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, ৮। মোঃ বাবুল (৫২), সাং-চাচড়া, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৯। মোঃ বাবুল হাওলাদার (৪৯), সাং-রামপুর, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, ১০। মোঃ মোস্তফা হাওলাদার (৫০), সাং-বান্দাবাড়ী, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, ১১। মোঃ সাহেব আলী (৫৪), সাং-খোয়াজপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ১২। মোঃ তানভির (৪০), সাং-বাসা নং-৩, হেয়ার স্ট্রীট, থানা-ওয়ারী, জেলা-ঢাকা, ১৩। মোঃ জালাল হোসেন (৩০), সাং-পূর্ব ষোলপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ১৪। নিয়ামুল হোসেন (২৯), সাং-চর মানিকদিয়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ, ১৫। মোঃ ময়নুল হোসেন (৪৫), সাং-তাতারকান্দি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ, ১৬। মিন্টু খান (২৫), সাং-লক্ষীপুর, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ১৭। মোঃ মেনু মিয়া (৩৮), সাং-নগরবান্ধা, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ১৮। মোঃ রনি (৩১), সাং-জাফরপুর, থানা-চুয়াডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা, ১৯। মোঃ রানা (২৪), সাং-বনগ্রাম, থানা-ওয়ারী, জেলা-ঢাকা, ২০। মোঃ শরীফ সরকার (৩৫), সাং-নাওঘাট, থানা-আশুগঞ্জ, জেলা-বি-বাড়িয়া, ২১। মোঃ মহসীন (২৫), সাং-রাগদুল, থানা-কচুয়া, জেলা-চাদপুর, ২২। রনজিৎ দাস (৪৮), সাং-কাজী ভিলা (মুগদা থানার গলি), থানা-মুগদা, জেলা-ঢাকা, ২৩। রাসেল শিকদার (২১), সাং-খুন্না গোবিন্দপুর, থানা-হিজলা, জেলা-বরিশাল, ২৪। মোঃ হারেজ (৪৩), সাং-বুড়ারচর, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ২৫। মোঃ বাদশা (২৯), সাং-মিঠা খেয়াঘাট, থানা-মাতারহাট মেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ২৬। আল আমীন সর্দার (২০), সাং-জালালপুর, থানা-শুশাইরহাট, জেলা-শরীয়তপুর, ২৭। মোঃ শহীদ (২৭), সাং-খাঁনপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২৮। মোঃ রাজু (৩৫), সাং-মাঠপাড়া, থানা-মোকছেদপুর, জেলা-গোপালগঞ্জ, ২৯। মোঃ রফিক (২৫), সাং-দক্ষিণপাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ৩০। মোঃ রোমান (৪২), সাং-নারিকেল তলা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ৩১। মোঃ আকবর (২০), সাং-কাওরান বাজার মোল্লা বাড়ী, থানা-তেজগাঁও, জেলা-ঢাকা, ৩২। ইমন (১৯), সাং-আলেকজান্ডার, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর, ৩৩। রাব্বি (১৯), থানা ও জেলা-শরীয়তপুর, ৩৪। মোঃ হৃদয় (১৯), সাং-মহিষবাড়ী, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩৫। মোঃ হোসেন (১৯), সাং-কসবা, থানা-কসবা, জেলা-কুমিল্লা, ৩৬। মোঃ আল আমিন (২২), সাং-শফিপুর, থানা-মুলাদি, জেলা- বরিশাল , ৩৭। মোঃ ইসমাইল হোসেন (২২), সাং-রাখিল কান্দি, থানা-মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ, ৩৮। নাইমুল ইসলাম মিশু (২৫), সাং-বাসাবো ওহাব কলোনী, থানা-সবুজবাগ, জেলা-ঢাকা, ৩৯। মোঃ নুরুল হক (২৫), সাং-৭৮/বাসাবো, থানা-সবুজবাগ, জেলা-ঢাকা, ৪০। মোঃ রতন (২২), সাং-মুক্তিনগর, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, ৪১। রাব্বি (১৯), সাং-চরকান্দি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৪২। মোঃ শফিকুল ইসলাম (২৪), সাং-কাঠালিয়া, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি, ৪৩। মোঃ সাগর হোসেন শামীম (২০), সাং-২০২/১ দক্ষিণবাসাবো, থা