র‌্যাব-৩র অভিযানে পল্লবী এলাকা থেকে ১ কেজি হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী আটক

আপডেট: এপ্রিল ১৪, ২০২২
0

র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর পল্লবী এলাকা থেকে ১ কেজি হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল ১৩/০৪/২০২২ তারিখ ১৭০৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ নুরন নবী @ বিদ্যুৎ (৪৫), সাং-তারাটিয়া, পোষ্ট-তারাটিয়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর এবং ২। মোঃ আজমাইন সেখ (৩৯), সাং-ভবরপাড়া, পোষ্ট-মুজিব নগর, থানা-মুজিব নগর, জেলা-মেহেরপুরদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হাতে থাকা একটি চামড়ার ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ০১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং র্দীঘদিন যাবৎ ঢাকা মহনগরীর বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।