লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেট: আগস্ট ২৯, ২০২১
0

স্টাফ রিপোর্টার :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামের ওপারে ভারতের চ্যাংড়াবান্দার শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুস আলী (২৬) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা সাগর চন্দ্র (৪০)।

রবিবার দুপুরে মুঠোফোনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের নিকট দিয়ে লাগোয়া ধরলা নদী পার হয়ে গরু ব্যবসায়ী ইউনুস আলী , সাগর চন্দ্রসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী ভারতের কোচবিহারের মেকলিগঞ্জ মহকুমার চ্যাংড়াবান্দা শ্মশানঘাট গ্রামে গরু আনতে যায় ।

ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কাঁটা তারের বেঁড়া অতিক্রম করে গরু পারপারের সময় ভারতীয় ১৪৮ চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুছ আলী (২৬) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাগর চন্দ্র (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে বিএসএফের মাধ্যমে খবর পেয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বর্ডারগার্ড বাংলাদেশ ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন,‘দুই জন নিহতের কথা শুনেছি।

তাঁরা বাংলাদেশি না ভারতীয় নাগরিগ তা এখনো জানা যায়নি। সঠিক ঘটনা জানতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। ভারতীয় বিএসএফ বেওয়ারিশ লাশ হিসেবে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।