লিভারপুলকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন রিয়াল

আপডেট: মে ২৯, ২০২২
0

রিয়াল মাদ্রিদ যখন ফাইনালে খেলে, রিয়ালই জেতে’- ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এ কথাগুলোই বলছিলেন দলটির বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। সে কথাটা প্রমাণে নিজেই দিলেন সর্বস্ব উজার করে। রীতিমতো অতিমানব বনে গিয়ে পুরো ম্যাচে করলেন ৯টি সেভ।

তার অতিমানবীয় পারফর্ম্যান্সের মাঝে ভিনিসিয়াস জুনিয়র করলেন ম্যাচের একমাত্র গোলটা।

তাতে ভর করেই রিয়াল মাদ্রিদ জিতল তাদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

অপরদিকে ফাইনাল দেখতে আসার আগে ফ্লাইট আর যাত্রা বাতিল হলো; তাতে বেশ ঝক্কি নিয়ে প্যারিসে যেতে হয়েছে তাদের। এবার যখন এসেই পড়লেন ফরাসি মুল্লুকে, তখন মাঠে ঢোকা নিয়ে শুরু হলো বিপত্তি। যে কারণে পিছিয়ে গেল ফাইনালই!

প্যারিসে এখন সময় রাত নয়টা। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ফাইনালটা শুরু হওয়ার কথা এই সময়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে রেফারির মুখে থাকা বাঁশি কিক অফের নির্দেশ দিয়েই দিতো। কিন্তু বিপত্তি বেধেছে দর্শকদের প্রবেশের পথে।