‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্টে ইউএলএফের বিক্ষোভ

আপডেট: আগস্ট ২০, ২০২৩
0

আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধর, স্বৈরাচারী সরকারের পতন এবং ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।

রোববার (২০ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।

ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউএলএফের কো-কনভেনার সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক ও ইউএলএফের সদস্য মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্বপাদক গিয়াস উদ্দিন আহমেদ, রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, আইনজীবী আবেদ রাজা, ড. গোলাম রহমান ও ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম আহ্বায় রেজাউল করিম খন্দকার।

এতে অংশ নেন আইনজীবী সগীর হোসেন লিওন, মো: কামাল হোসেন, মাহবুবুর রহমান খান, মাহমুদ হাসান, রেজাউল করীম রেজা, মো: জহিরুল ইসলাম সুমন, শহিদুল ইসলাম সপু, সৈয়দ মো: তাজরুল হোসেন, সালমা সুলতানা, সালা উদ্দিন, মো: মাকসুদ উল্লাহ, মু. কাইয়ুম, আরিফা জেসমিন, নাহিদ সুলতানা, এ কে এম এহসানুর রহমানসহ শতাধিক বিএনপি সমর্থক আইনজীবী।

সভায় ইউএলএফের কো-কনভেনার সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা অত্যন্ত ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। আপনারা যদি উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানান তাহলে নিম্ন আদালত হবে খেলার মাঠ।’

সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দুর্বার আন্দোলন সৃষ্টি করতে হবে।’ তিনি বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ যারা বলেছেন তাদের নিজেদের পদত্যাগ করা উচিৎ।’

সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিরা শপথ ভঙ্গ করেছেন।’ তিনি বলেন, ‘তারা এভাবে বক্তব্য দিতে থাকলে একসময় তাদেরও বিচার হবে।’