শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীতে দক্ষিণসিটি বিএনপির থানায় থানায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত

আপডেট: মে ৩১, ২০২২
0

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণের ২৫টি থানার ৭৫টি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজররু ইসলাম খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলালসহ জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ধানমন্ডি
ধানমন্ডি বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মাফিল ও খদ্য এবং বস্্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জনাব সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবু মোনায়েম মুন্না, বিএনপি জাতীয় নির্বাহী কামিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নয়াপল্টন


নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময়ে চিকিৎসক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক আবু মোনায়েম মুন্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কার্যালয়ে পল্টন থানা বিএনপি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা যুবদলের দোয়া মাহফিলে ও খাদ্য বিতরণ কর্মসূচিতে বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শাহজাহানপুর
বিএনপি শাহজাহনপুরস্থ মির্জা আব্বাসর বাসভবনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদল সাধারণ সম্পাদক আবু মোনায়েম মুন্না, ফজলে রুবাইয়াত পাপ্পু, কাউন্সিলর মির্জা শরীফ, সাইফুল্লাহ খালেদ রাজনসহ কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয়নগর
শাহবাগ থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। যুবদল সাধারণ সম্পাদক আবু মোনায়েম মুন্না, মহানগর বিএনপি’র সদস্য এম এ হান্নান, জাহিদ, জাসাস নেতা স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গোপীবাগ
গোপীবাগে সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের বাস ভবনে আয়োজিত কর্মসূচিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর বিএনপি’র জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মহানগর বিএনপি’র নেতা সাব্বির আহম্মেদ আরিফ, মকবুল ইসলাম খান টিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


সুত্রাপুর, কোতয়ালী ও বংশাল
এ অঞ্চলে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ধোলাইখাল লিংক রোড, ইসলামপুর চায়না মার্কেট, বাবুবাজারে দোয়া মাহফিল ও দরিদ্রেদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার, যুবদল সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, এম এ শাহেদ মন্টুসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃৃন্দ।
মতিঝিল ও রমনা
মতিঝিল ও রমনা থানা বিএপি’র কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার হারুনুর রশীদ হারুন।
শ্যামপুর কদমতলী
শ্যামপুর লাল মসজিদ, ধোলাইপাড় গ্রীণ কমিউনিটি সেন্টার, আফতাব আয়রণ মার্কেট, জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজায় কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহেমদ, ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, মীর হোসেন মিরু প্রমুখ।
লালবাগ ও চকবাজার
প্রধান অতিথি বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল ববির রিজভী, এসময়ে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর বিএনপি নেতা আনোয়ার পারভেজ বাদল, হাজী শহিদুল ইসলাম বাবুল, হাজী হুমায়ুন কবির, শফিকুল ইসলাম রাসেলসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাত্রাবাড়ী
যাত্রাবাড়ী নবীনগর দক্ষিণ গেট ও যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুলের পাশে পৃথক দুটি কর্মসূচিতে অংশ নেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নবীউল্লাহ নবী, বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন, আব্দুস সাত্তার, জামশেদুল আলম শ্যামল, কাউন্সিলর আলহাজ¦ বাদল সরদার প্রমূখ।
খিলগাঁও, সবুজবাগ, মুগদা
খিলগাঁও থানার জোড়পুকুর খেলার মাঠ, মাদারটেক আব্দুল আজিজ হাইস্কুল মাঠ এবং মুগদার মানিকনগর পুকুরপাড়ের পৃথক তিনটি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন-বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা, শামসুল হুদা, এ্যাডভোকেট ফারুকুল ইসলাম, গোলাম হোসেন, জামিলুর রহমান নয়ন, শেখ মোহাম্মদ আলী চায়না, কাউন্সিলর শামসুল হুদা কাজল, যুবদল নেতা দীপু সরকার প্রমূখ।
শ্যামপুর কদমতলী
শ্যামপুর লাল মসজিদ, ধোলাইপাড় গ্রীণ কমিউনিটি সেন্টার, আফতাব আয়রণ মার্কেট, জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজায় কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহেমদ, ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, মীর হোসেন মিরু প্রমুখ।
লালবাগ ও চকবাজার
প্রধান অতিথি বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল ববির রিজভী, এসময়ে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর বিএনপি নেতা আনোয়ার পারভেজ বাদল, হাজী শহিদুল ইসলাম বাবুল, হাজী হুমায়ুন কবির, শফিকুল ইসলাম রাসেলসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে
স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এছাড়া বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বংশাল থানা বিএনপি’র উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সাথে ছিলেন দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহানগর বিএনপি নেতা কাউন্সিলর নাসরীন রশিদ পুতুল, নাদিয়া পাঠান পাপন, তাজউদ্দিন আহমেদ তাইজু প্রমূখ।