শিক্ষকরা হচ্ছেন আলোকবর্তিকা…এমপি শাহে আলম

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১
0

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও করোনা পরবর্তী স্বাস্থ্যবিধি প্রতিপালণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, শিক্ষকরা হচ্ছেন জাতির গড়ার কারিগর আলোকবর্তিকা । বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত সোনারবাংলা গড়তে হলে শিক্ষার্থীদের আদর্শ ও সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে আলোর বাঁতিঘর শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালণ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা.ওসি হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,ইউআরসির ইন্সট্রাক্টর জাহাঙ্গির হোসাইন খান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একে এম মজিবর রহমান বাবুল প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম। সভায় উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.১৫-১২-২০২১ইং