শিক্ষাই তথ্য তথ্যই শিক্ষা ———ইউএনও চরফ্যাশন

আপডেট: অক্টোবর ১৯, ২০২১
0

চরফ্যাশন প্রতিনিধি
মানুষ মায়ের গর্ভের থেকে কিছু শিখে আসেনা। পৃথিবীর মুখ দেখার পরেই শিখতে শুরু করে তাই শিক্ষাই তথ্য এবং তথ্যই শিক্ষা। গতকাল চরফ্যাশন উপজেলা তথ্য আপা নামক অফিসে ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসাবে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল নোমান এইসব কথা বলেন।

উপজেলা তথ্য আপা অফিসের কর্মকর্তা মিলি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে ২০০৯সালে তা অন্যদেশ গ্রহণ করেছে ২০২১সালে। পুরস্কার পেলে বাংলাদেশ পাওয়া উচিৎ। নারী ক্ষমতায়নে সরকার প্রতিটি সেক্টরে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা বিশে^র কাছেও প্রশংসা পেয়েছেন।

আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সু-স্বাস্থ্য দীর্ঘয়ু কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মিনা সদস্যগন উপস্থিত ছিলেন।
ছবি এটার্চ
ক্যাপশনঃ চরফ্যাশনে তথ্য আপার সভায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল।