শেরপুরে আত্মহত্যাকারী কৃষকের বাড়ী ও অকুস্থলে যাবে জাতীয়তাবাদী কৃষকদল

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২২
0
file photo

শেরপুর জেলাধীন নালিতাবাড়ী থানার মানিকচাঁদ গ্রামে শাসকগোষ্ঠীর প্রভাবশালী মহল কর্তৃক সেচ পাম্প স্থাপনে বাধা দানের প্রতিবাদে নিজের ফসলের মাঠে ফাঁসির মঞ্চ বানিয়ে কৃষক শফিউদ্দিন আত্মহত্যা করে।

গত ০২ ফেব্রুয়ারী এই হৃদয়বিদারক ও লোমহর্ষক ঘটনার প্রতিবাদে আগামীকাল ১১ ফেব্রুয়ারী শুক্রবার কৃষক শফিউদ্দিন এর অসহায় পরিবারকে সহানুভুতি জানাতে ঘটনাস্থলে যাবে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিনিধি দল।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-
১। আবুল বাশার আকন্দ, সহ-সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল ও সাবেক এমপি
২। কর্নেল (অবঃ) এস এম ফয়সাল, সহ-সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল
৩। আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), সহ-সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল
৪। মোশারফ হোসেন এমপি, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল
৫। ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল
৬। ফ্লাইট লেঃ (অবঃ) ডঃ মোহাম্মদ হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল
৭। মোঃ রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল
এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় এই টিমে অন্তর্ভূক্ত থাকবেন।

বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার ও ফটো সাংবাদিকবৃন্দকে এই কর্মসূচি কাভার করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।