সমাজ পরিবর্তনে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে -মাওলানা আবদুল হালিম

আপডেট: আগস্ট ১২, ২০২২
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার উদ্যোগে ১২ আগষ্ট শুক্রবার ষান্মাসিক রুকন সম্মেলন ভার্চুয়াল প্লাটফর্ম-এ অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল খালেক। দারসুল কুরআন পেশ করেন ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম।

মাওলানা আবদুল হালিম বলেন, “এ সম্মেলন হচ্ছে আত্ম-পর্যালোচনার জন্য। শপথের আলোকে আমাদেরকে জীবন পরিচালনা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। সংগঠনের রিপোর্ট মূলত সদস্যদের কাজের প্রতিফলন। রিপোর্টের মাধ্যমেই ফুটে উঠে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের চিত্র।

তিনি আরো বলেন, ত্যাগ-তিতিক্ষা ও সবর আমাদেরকে মঞ্জিলে-মাকসুদে পৌঁছাতে পারবে। জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন। এবারের বন্যায় জামায়াতে ইসলামী দল-মত-ধর্ম নির্বিশেষে সর্বোচ্চ সামর্থ্যানুযায়ী জনগণের পাশে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্বওমী মাদরাসাসহ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। সমাজ পরিবর্তনে নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য তিনি সদস্যদের প্রতি আহবান জানান।”
জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শেষ হয়।