সমালোচনার মুখে পড়ে বাইডেন: আফগান নয় আলকায়েদার বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলো আমেরিকা

আপডেট: আগস্ট ১৭, ২০২১
0

আল কায়দার বিরুদ্ধে লড়াই করতে গিয়ছিল আমেরিকা, আফগানিস্তান গড়তে নয়, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সারা বিশ্বে যখন সমালোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে। আর ঠিক তখনই আফগানিস্তানে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমর্থনে যুক্তি তুলে ধরলেন জো বাইডেন।

জো বাইডেনের কথায়, ‘‌আমি অনুতপ্ত নই। আমেরিকার সেনাবাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে আফগানিস্তানের গৃহযুদ্ধ সামলানোর জন্য সেখানে থাকতে পারে না। আফগানিস্তানে আজ যেটা ঘটল, সেটা আফগান সামরিক এবং রাজনৈতিক শক্তির ব্যর্থতা বলেই মনে করি। তবে আফগানিস্তানের পরিস্থিতি যে এরকম হয়ে উঠবে তা ভাবিনি।

সদ্য ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আসরফ গনি তালিবানদের বিরুদ্ধে লড়াই করবেন এটাই জানতাম। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র। আমেরিকা অতীতে অনেকগুলো ভুল করেছে। সেই ভুল আর যাতে না হয় সেই দিকেই নজর রেখেছি। আমি জানতাম, আমি সমালোচিত হব। কিন্তু আমার মধ্য দিয়েই ব্যাপারটার ইতি হোক। পরের প্রেসিডেন্টকে যেন আর এই দায়ভার বইতে না হয় সেই বিষয়ে নজর রাখছি। আল কায়দার বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল আমেরিকা। আফগান রাষ্ট্রব্যবস্থা গড়ে দিতে নয়। যুদ্ধ নয় মানবাধিকারই কূটনীতির স্তম্ভ হওয়া উচিত।’‌

জো বাইডেনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথায়,‘‌আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বাইডেনের পদত্যাগ করার সময় এসে গিয়েছে। আফগানিস্তানের সঙ্গে বাইডেন যা করলেন, আমেরিকার ইতিহাসে তা সবচেয়ে লজ্জাজনক পরাজয় বলে মনে করি। আ মি যদি প্রেসিডেন্ট পদে থাকতাম তাহলে আফগানিস্তানকে তালিবানদের হাতে যেতে দিতাম না।’‌