সর্বশেষ বিশ্বাসঘাতকতা; কাউকে না জানিয়ে রাতে বাগরাম ঘাঁটি ত্যাগ করে মার্কিন বাহিনী

আপডেট: জুলাই ৭, ২০২১
0

আফগানিস্তানের সেনাবাহিনীর জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বলেছেন, কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাগরাম বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটিতে থাকা একটি কারাগারে বন্দী পাঁচ হাজারের বেশি তালেবান চলে গেছেন বলে খবর বেরিয়েছে।

ঘাঁটিটির ভেতরের কারাগারের দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর না করেই সেখান থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ায়
বিশাল সংখ্যক তালেবান চলে যেতে পেরেছে বলে জানা গেছে। বলা হচ্ছে, এর ফলে তালেবানের শক্তি আরও বেড়ে গেছে।

আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে বাগরাম ছিল পশ্চিমা সেনাদের অন্যতম প্রধান ও শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটি থেকে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে মার্কিন সেনা প্রত্যাহারের অভিযোগ করেছেন এই আফগান কমান্ডার।
যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি ব্রিটিশ গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত তিনটায় মার্কিন সেনারা বাগরাম ছেড়ে যান। তারা আফগান বাহিনীকে বিষয়টি অবহিত করেননি।
মার্কিন সেনারা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর আফগান সেনারা সেটি বুঝতে পারেন। তখন বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় আফগানরা।

তালেবানরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জেনারেল আসাদুল্লাহ আরও বলেন, তালেবানরা আশপাশের গ্রামগুলোয় জড়ো হতে শুরু করেছে। মার্কিন সেনাদের সঙ্গে আফগান সেনাদের তফাত রয়েছে। সীমিত সক্ষমতা নিয়েই আমরা নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।#