সাংবাদিক আককাস সিকদারের হাইকোর্ট থেকে আগাম জামিন

আপডেট: আগস্ট ২৬, ২০২১
0

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা আক্রোশ মূলক মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার।

আজ বৃহস্পতিবার ২৬ আগষ্ট’২১ হাইকোর্টের বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

আক্কাস সিকদারের পক্ষে জামিন আবেদন শুনানি করেন এইচআরপিবি প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। একই আদালত বরিশাল কোতয়ালী মডেল থানায় দায়ের করা মিথ্যা মামলায়ও আক্কাস সিকদারের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে ঝালকাঠির এক আওয়ামীলীগ নেত্রী সাংবাদিক আক্কাস সিকদারের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে ৫ আগস্ট বরিশালে আরো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় আক্কাস সিকদারের নামে। এ ঘটনায় ১২ আগস্ট জরুরী সভা আহ্বান করে তীব্র নিন্দা জানায় ঝালকাঠি প্রেসক্লাব। এছাড়াও এই বিষয় নিয়ে দেশের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানিয়েছ।
সায়েম