সাংবাদিক জিনিয়া কবির সূচনার পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক

আপডেট: অক্টোবর ২৪, ২০২৩
0

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার জিনিয়া কবির সূচনার পিতা বীর মুক্তিযোদ্ধা সরদার জাহাঙ্গীর কবির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে মারা যান তিনি।

তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ এশা মহানগর প্রজেক্ট (১ নং রোড) কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

জিনিয়া কবির সূচনার পিতা বীর মুক্তিযোদ্ধা সরদার জাহাঙ্গীর কবিরের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জিনিয়া কবির সূচনার মোবাইল নম্বর- 01769968079