সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে ড. আবদুল মঈন খানের শোক

আপডেট: ডিসেম্বর ২৬, ২০২১
0

দেশবরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আজ এক শোকবার্তায় ড. মঈন খান বলেন, “বাংলাদেশের সাংবাদিকতার পরিমন্ডলে রিয়াজ উদ্দিন আহমেদ যে কেবল একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবেই বিরাজ করেছেন তা নয়, তিনি ছিলেন এই জাতির বিবেক। আশির দশকের শেষ প্রান্তে এদেশকে স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করার ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে সেদিন একনায়কত্বকে চূড়ান্ত আঘাত হেনেছিল একটি সিদ্ধান্ত। তিনি দেশের সেই ক্রান্তিকালে বাংলাদেশের সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে প্রমাণ করেছিলেন যে, নীরবতার শক্তি প্রকাশনার শক্তির চেয়েও ক্ষেত্রবিশেষে অধিকতর কার্যকরী হতে পারে। আমি মহান আল্লাহ তা’আলার দরবারে মরহুম রিয়াজ উদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”

ড. মঈন খান শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।