সাংবিধানিক অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থে জামায়াতকে সবধরনের অধিকার দিতে হবে—- মো: খায়রুল হাসান

আপডেট: আগস্ট ৬, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর।।
ঢাকায় ৪ আগষ্ট জামায়াতের মহাসমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটাারি মোঃ খায়রুল হাসান বলেছেন, জামায়াতে ইসলামী দেশের যেকোন সমস্যায় দুর্যোগ দুর্ভোগ সংকটে অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় । শিক্ষা বিস্তার,সমাজ সংষ্কার, সমাজ সেবা, অর্থনৈতিক সমৃদ্ধি, গণতন্ত্র পূণরুদ্ধার তথা দেশ গঠনে জামায়াতের ভুমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

দুর্ভাগ্য এমন একটি দেশপ্রেমিক মানবতাবাদী সংগঠনকে সরকার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি এবং ছোট বড় অন্যান্য

সবদল মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারে। আমরা জানতে চাই কোন অদৃশ্য কারণে জামায়াতকে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছেন না। এটা রীতিমতো আইনের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়।তাই সাংবিধানিক অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থে জামায়াতকে সবধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। রোববার সকালে গাজীপুর মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষােভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের
ভুষির মিল থেকে শুরু হয়ে সাইনবোর্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলীর সঞ্চালনায় মিছিল উত্তর সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মহানগর শ্রমিক কল্যান সভাপতি মোঃ মহিউদ্দিন প্রমুখ সহ জামায়াতের মহানগর এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৬/০৮/২০২৩ ইং.