সাকিবের বিশ্বকাপ শেষ

আপডেট: অক্টোবর ৩১, ২০২১
0

শঙ্কা তৈরি হয়েছিল আগেই। এবার জানা গেল সঠিক তথ্য। হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপে সামনের দুটি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না সাকিব আল হাসান। টানা তিন হারে বাংলাদেশের বিশ^কাপ শেষ হয়েছে কয়েকদিন আগে। এবার শেষ হলো সাকিবের বিশ্বকাপ মিশন।

শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর মাঠে ফিরে চার ওভার বোলিং করেন তিনি। চোটের কথা মাথায় রেখে ব্যাটিংয়েও নামেন ওপেনিংয়ে।
কিন্তু সাকিবের মধ্যে দেখা যায় অস্বস্তি। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ রানে হারে বাংলাদেশ।

সেই ম্যাচের পর সাকিবকে পর্যবেক্ষনে রাখে টিম বাংলাদেশ। তবে আজ জানা গেল, সামনের দুটি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না তিনি। এর আগে ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাইফউদ্দিনের। ইনজুরিতে আছেন কিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহানও।

আগামী পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বৃহস্পতিবার।