সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই: মীর্জা ফখরুলের শোক

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২
0

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব, অর্থনীতিবিদ ও লেখক ড. আকবর আলি খান আজ রাত ১০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম ড. আকবর আলি খানকে একজন নির্ভিক, ষ্পষ্টভাষী, সমাজ ও রাজনীতি সচেতন বুদ্ধিজীবী হিসেবে উল্লেখ করে বলেন, “তিনি সত্য উচ্চারণে এবং মানুষের বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন নির্ভিক ও সোচ্চার। মানুষের নাগরিক অধিকারের পক্ষে তিনি ছিলেন উচ্চকন্ঠ। সত্য কথা অপ্রিয় হলেও সেটি অকপটে বলতে কখনো দ্বিধা করেননি। অর্থনীতি, ইতিহাস, সাহিত্য ও সমাজ নিয়ে তাঁর চিন্তা ও লেখনিতে ছিল গভীর অন্তর্দৃষ্টি। ড. আকবর আলি খানের মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিকে হারালো।
আমি ড. আকবর আলি খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”