সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের মৃত্যুতে- ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

আপডেট: জুলাই ২৪, ২০২১
0

এলডিপি’র সাবেক মহাসচিব, সাবেক সংস্কৃতিক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ( ২৪ জুলাই) সকালে নিজ বাসভবনে ( বসুন্ধরা আবাসিক এলাকায়) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৯ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘অধ্যাপিকা জাহানারা বেগম শুধু এমপি,মন্ত্রী ছিলেন না তিনি নারীদের শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে গেছেন। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁকে জাতীয়তাবাদী যুব মহিলা দলের দায়িত্ব দেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে কর্ণেল ওলির নেতৃত্বে এলডিপি’র মহাসচিবের দায়িত্বে ছিলেন। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা ছিলেন। ‘‘তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল”।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান”।