সারাহ বেগম কবরীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরী শোক

আপডেট: এপ্রিল ১৭, ২০২১
0

বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
সারাহ বেগম কবরীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরী শোক প্রকাশ করেছেন।

শনিবার ( ১৭ এপ্রিল) রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল
গেষ্ট্রোলিভার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি
ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি
ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘তাঁর মৃত্যুতে দেশের
চরচ্চিত্র অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হলো।। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার
অভিনয় ও দেশের প্রতি অবদান চিরস্মণীয় হয়ে থাকবে”। তিনি আরো বলেন,
অর্ধশতাব্ধীকাল ব্যাপী শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কবরী ‘মিষ্টি
মেয়ে’ হিসাবে দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি প্রাপ্তির ঝুলিতে
জমা পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার”।

কবরী অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা ও রাজনীতিবিদ। একাত্তরে কলকাতায়
অবস্থান করে মুক্তিযুদ্ধের পক্ষে উল্লেখযোগ্য ভ’মিকা রেখছেন তিনি।
শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন
এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান”।