সিদ্ধান্ত বদল বিসিবির, হচ্ছে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২১
0

অতিরিক্ত কোয়ারেন্টিনে হাঁপিয়ে উঠার মতো অবস্থা। বিচলিত ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ হবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল।
তবে আশার কথা, শেষ পর্যন্ত সিরিজটি হচ্ছে।

বাতিলের সিদ্ধান্ত বদল করে ক্রিকেটারদের নতুন করে সিরিজে মন দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অপর্যাপ্ত অনুশীলনের কারণে সফর বাতিলের কথা ভাবছিল বিসিবি। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকলে প্রথম টেস্টের আগে ১০ দিন সময় মিলবে বাংলাদেশের। এর মধ্যে ভ্রমণ ও বড় দিনের ছুটির কারণে দুদিন মাঠে নামার সুযোগ নেই। ৮ দিনে সব প্রস্তুতি সারতে হবে। এ কারণেই টেস্ট সিরিজ না খেলেই দলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল বিসিবি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। পৌঁছে সরাসরি হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ। কয়েকদিন পর দলের সাথে যোগ দেয়া জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হলে সফর নিয়ে শঙ্কা তৈরি হয়।

নয়জন বাদে মঙ্গলবার থেকে জিম শুরু করেন সবাই। শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয় সর্বশেষ পরীক্ষায় হেরাথ ছাড়া সবাই করোনা নেগেটিভ হয়েছেন। তবে বেড়েছে আইসোলেশনের সময়, ২১ ডিসেম্বর পর্যন্ত অনুশীলনের সুযোগ মিলবে না। অনুশীলনের অনুমতি দেয়ার এক দিন পরেই তা প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।