সিদ্ধিরগঞ্জে গলিতে ঢুকে বিএনপির কর্মীদের ওপর আ’লীগের হামলা

আপডেট: অক্টোবর ১৫, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলিতে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জে গলিতে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কসংলগ্ন হীরাঝিল আবাসিক এলাকায় অবস্থানরত বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে হীরাঝিল আবাসিক এলাকার মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
এ সময় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তানজীর কবির সজুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ এই হামলা চালানো হয়। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী দৌড়ে পালিয়ে গেলেও হামলাকারীদের মধ্যে পড়ে আহত হন বিএনপির কর্মী বাবু (৪০)।

বেলা সাড়ে ১১টায় মহাসড়কে বিএনপি ও পুলিশের সংঘর্ষের পর দলটির নেতা-কর্মীরা হীরাঝিল গলিতে অবস্থান নেন। পরে পৌনে ১টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গলির ভেতরে ঢুকে হামলা চালান। একপর্যায়ে বিএনপির কর্মী বাবু একটি বাড়িতে প্রবেশ করলে সেখানে ঢুকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন আওয়ামী লীগের কর্মীরা। পরে এলাকার মানুষের সহযোগিতায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা তাঁদের নেতার নির্দেশে অলিতে-গলিতে ঢুকে হামলা চালাচ্ছে আমাদের ওপর। সাধারণ মানুষও তাদের মারধর থেকে রেহাই পাচ্ছে না। বাবু আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কর্মী বলে জানতে পেরেছি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
২৯-০৭-২০২৪