সিনিয়র সাংবাদিক, লেখক, গীতিকার, সুরকার কেজি মোস্তফার মৃত্যুতে- ডা: জাফুরুল্লাহ চৌধুরীর শোক

আপডেট: মে ৯, ২০২২
0

সিনিয়র সাংবাদিক, লেখক, গীতিকার, সুরকার কেজি মোস্তফা , গতকাল রাতে
রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের
প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা: জাফুরুল্লাহ চৌধুরী।
শোক বার্তায় ডা: জাফুরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘ তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতি ও গণমাধ্যম জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন সৎ নিরপেক্ষ, বস্তনিষ্ঠ, সাহসী সাংবাদিকতার পথ প্রদর্শক। কেজি মোস্তফা ছিলেন বহু গুনের অধিকারী তাঁর কালজয়ী ও চিরস্মরণীয় গান ‘তোমারে লেগেছে এতযে ভালো এবং আয়নাতে ওই মূখ দেখবো যখন–’, এরকম অসংখ্য জনপ্রিয় গানের রচিয়তা। তিনি বাংলাদেশের মানুষের মাঝে আজীবন বেচেঁ থাকবেন তাঁর কর্মের মাধ্যমে। গীতিকার, সুরকার ও সাংবাদিকতায় এবং লেখায় তাঁর অবদান,
দেশপ্রেম, সততা এবং পেশাগত নিষ্ঠাকে সবাই ধারণ করলেই মরহুম কেজি মোস্তফা প্রতি যথার্থ সম্মান জানানো হবে।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।”