সীতাকুন্ডের ঘটনায় জাসদের শোক ও দায়ীদের কঠোর শাস্তির দাবি

আপডেট: জুন ৬, ২০২২
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে অনেক সাধারণ মানুষের করুন মৃত্যু ও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুঃসাহসিক ভুমিকা পালন করতে গিয়ে কয়েকজন ফায়ার ব্রিগেডকর্মীর নিঃস্বার্থভাবে আত্মবলীদানের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

তারা নিহতদের উপযুক্ত ক্ষতিপূরন, আত্মবলিদানকারী ফায়ার ব্রিগেড কর্মীদের রাষ্ট্রীয় সম্মান এবং প্রতিদান প্রদান, আহতদের সুচিকিৎসা প্রদানের দাবি জানান। তারা বলেন, এই বেসরকারি কনটেইনার ডিপোর মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা যোগসাজশে এই কনটেইনার পোর্টকে একটি বিপজ্জনক মৃত্যুফাদে পরিনত করে রেখেছিল। এই ভয়াবহ অগ্নিদূর্ঘটনার দায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা এড়াতে পারে না। নেতৃবৃন্দ, তদন্তের মাধ্যে দায়ীদের চিন্থিত করে কঠোর শাস্তি প্রদানের দাবি করেছেন।

তারা, অগ্নিকান্ডে আহতদের চিকিৎসায় রক্তদান করাসহ সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করার জন্য জাসদের চট্টগ্রামের সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণের প্রতি আহবান জানিয়েছেন।