সীমান্তে স্বর্নের বারসহ একজন গ্রেফতার

আপডেট: আগস্ট ২৯, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক:
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ৯৩৩.১২০ গ্রাম (৮০ ভরি) ওজনের ৮টি স্বর্ণের বারসহ ১ জন পাচারকারী আটক।

আজ ২৯ আগস্ট বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাঁধ এর উপর অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ৯৩৩.১২০ গ্রাম (৮০ ভরি) ওজনের ০৮টি স্বর্ণের বারসহ মোঃ বিল্লাল হোসেন (৩৭), পিতা- মৃত আমির আলী সরদার, গ্রাম-উত্তর তলুইগাছা, ডাকঘর-কুশখালী, থানা ও জেলা- সাতক্ষীরাকে আটক করা হয়। উল্লেখ্য, বর্ণিত চোরাকারবারী কৌশলে স্বর্ণের বারসমূহ তার শরীরে (কোমরে লুঙ্গির ভাজে) জড়িয়ে বহন করছিল।

আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।