সুয়ারেজের ডাকে আবার বার্সেলোনায় দেখা দিয়েছেন মেসি-নেইমার

আপডেট: আগস্ট ২১, ২০২১
0

মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার খবর এসেছিল দুই সপ্তাহ আগে। ঘটা করে আর্জেন্টাইন জাদুকরকে পিএসজির নিজেদের বলে ঘোষণা দেওয়ারও ১০ দিন হয়ে এসেছে।

চার বছর আগে প্যারিসের ক্লাবের ক্লাবে নেইমারকে হারিয়েছিল বার্সেলোনা। এরপর থেকে ব্রাজিলিয়ান তারকাকে ফেরার আশায় দিন কাটিয়েছেন বার্সেলোনা সমর্থকেরা। সে স্বপ্ন তো পূরণ হয়ইনি, উল্টো মেসিও চলে গেছেন।

সাবেক দুই তারকাকে অন্তত এক দিনের জন্য হলেও ফিরে পেয়েছে বার্সেলোনা। ক্লাব না পাক, শহর অন্তত ফিরে পেয়েছে তাঁদের। কাতালান ক্লাব থেকে মন খারাপ করে বিদায় নেওয়া আরেক তারকা লুইস সুয়ারেজের ডাকে আবার বার্সেলোনায় দেখা দিয়েছেন মেসি-নেইমার।

মেসিকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি তাড়াহুড়া করতে চায় না তাঁকে নিয়ে। আগস্টের একদম শেষ ম্যাচে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা কোচ মরিসিও পচেত্তিনো। লিগে প্রথম ম্যাচে তো সুযোগ ছিলই না, পরের দুটি ম্যাচেও মেসিকে স্কোয়াডে রাখেননি কোচ। গতকাল ব্রেস্তের বিপক্ষে ৪-২ ব্যবধানে জেতা ম্যাচেও স্কোয়াডে ছিলেন না মেসি। ছিলেন না নেইমারও। আর এ সুযোগটাই নিয়েছেন দুজন। কাল দুই তারকাকেই বার্সেলোনা বিমানবন্দরে দেখা গেছে।

দুই তারকা অবশ্য একসঙ্গে ভ্রমণ করেননি। প্রাইভেট জেটে উড়াল দেওয়া দুজন নেমেছেন কিছুটা সময়ের ব্যবধানে। যদিও দুজনের গন্তব্য ছিল এক।