সৈারভের কথা রাখলেন মমতা, রাজারহাটে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জমি পেল সিএবি

আপডেট: জুন ৫, ২০২২
0

রাজারহাটে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ইডেনের মতো আরও একটি বড় স্টেডিয়াম তৈরি করা হবে সেখানে।

সিএবি-র তরফে অনেক দিন আগেই স্টেডিয়াম তৈরির জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই জমিই দেওয়া হল তাদের।

সিএবি-কে স্টেডিয়াম তৈরির জন্য ডুমুরজলায় একটি জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা জলা জমি হওয়ায় স্টেডিয়াম তৈরি করা সম্ভব হয়নি। ২৮ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই দিনই মুখ্যমন্ত্রী বলেন, “সৌরভ এসেছিল। এমনি গল্প করছিল।

সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল। সেটা জলা জমি। সেখানে স্টেডিয়াম করা যাবে না। অন্য জমি দেওয়া যায় কি না সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।” সেই অন্য জমিই পেল সিএবি।