সৈয়দপুরে ইউএনও’র অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড

আপডেট: জুলাই ১৮, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাতে শহরের হাতিখানা কবরস্থান এলাকায় ইউএনও’র নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর শাখা এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো হাতিখানা এলাকার শ্রী শিবু দাসের ছেলে শ্রী সামু (২৩) ও হাতিখানা ক্যাম্পের মোঃ হাসমত আলীর ছেলে আব্দুল খালেক (২৪)। তাদের কাছ থেকে ১০ পুড়িয়া গাজা ও ৭ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রমিজ আলম তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ১৬ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রমিজ আলমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আশরাফুল হক সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা শহরের হাতিখানা কবরস্থান এলাকায় ওই অভিযান পরিচালনা করে।

ইউএনও মোঃ রমিজ আলম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে উপজেলা প্রশাসন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।