সৈয়দপুরে ইউপি নির্বাচনে ২৯ চেয়ারম্যান প্রার্থীসহ ২৭৩ জনের মাঝে প্রতীক বরাদ্দ

আপডেট: ডিসেম্বর ৮, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
চতুর্থধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার নির্ধারিত দিনে উপজেলা পরিষদের হলরুুুমে সকলের উপস্থিতিতে সকল প্রার্থীকে তাদের প্রতীক তুলে দেয়া হয়। এর আগে গতকাল ২৮৮ জন বৈধ প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান সহ ১৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৈধ ২৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তারা হলেন,
কামারপুকুর ইউনিয়নে জিকো আহমেদ (নৌকা), আনোয়ার হোসেন (আ’লীগ বিদ্রোহী-মোটর সাইকেল), নুর আলম (লাঙ্গল), সাজেদুল ইসলাম (হাতপাখা), মোজাহারুল (জামায়াত-চশমা), রেজাউল করিম লোকমান (বিএনপি-আনারস)।

কাশিরাম বেলপুকুর ইউনিয়নে গোলাম রকিব সোহন (নৌকা), লানছু হাসান চৌধুরী (জাকের পার্টি-গোলাপফুল), বজলুর রশীদ চৌধুরী বুলবুল (আ’লীগ বিদ্রোহী-আনারস), কাজী মনিরুজ্জামান বাদশা (মোটর সাইকেল)।

খাতামধুপুর ইউনিয়নে হাসিনা বেগম (নৌকা), জুয়েল চৌধুরী (আনারস), মাসুদ রানা বাবু পাইলট (আ’লীগ বিদ্রোহী -মোটর সাইকেল), আবুল কাশেম (হাতপাখা), মাহাফুজ রেজা (টেলিফোন)।

বাঙ্গালীপুর ইউনিয়নে ডাঃ শাহাজাদা সরলার (নৌকা), সাইদুল হক বাবলু (বিএনপি-মোটর সাইকেল), শামসুল আলম সরকার (আনারস), জামিনুল ইসলাম (হাতপাখা)।

বোতলাগাড়ী ইউনিয়নে আব্দুল হাফিজ হাপ্পু (নৌকা) মনিরুজ্জামান জুন (আ’লীগ বিদ্রোহী- ঘোড়া), জাহাঙ্গীর হোসেন (হাতপাখা), খয়রাত হোসেন বসুনিয়া (জামায়াত -চশমা), আব্দুল হান্নান চৌধুরী আবু (টেলিফোন), শরিফুল ইসলাম (বিএনপি-মোটর সাইকেল), রেজাউল করিম চৌধুরী (টেবিল ফ্যান), রওশন হাবিব (অটোরিকসা)), শফিকুল আলম বসুনিয়া (দুটিপাতা), মোন্নাফ আলী সরকার (আনারস)।

এছাড়াও ওইদিন ২৪৪ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল আলম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে তারা নির্বাচনের প্রচারণা চালাতে পারবে।