সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে মাছ ধরার জালে উঠে এলো যুবকের লাশ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে এক যুবকের লাশ পাওয়া গেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুমআার নামাজের আগে নদীর রাবেয়া মিল সংলগ্ন বেলাইচন্ডি বানিয়াপাড়া এলাকায় মাছ ধরার জালে লাশটি উঠে আসে। নিহত যুবকের নাম রানা (৩৫)। সে শহরের অফিসার কলোনী রিক্সা শ্রমিক অফিসের পাশের মহল্লার মৃত কালামের ছেলে।

সরেজমিনে দেখা যায়, বানিয়াপাড়ায় নদীর পাড়ে মাছ ধরার একটি ঝাকিজাল (খেওয়াল জাল) সহ একটি লাশ পড়ে আছে। নিহত যুবকের পড়নে শুধু কালো প্যান্ট এবং মুখে দাড়ি আছে। কোমড় থেকে গলা পর্যন্ত শার্ট বা গেঞ্জি কোন কাপড় নেই।

এলাকাবাসী জানায়, এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মাছ ধরছিল নদীতে। জুমআার নামাজের আগে বেলা ১২ টার দিকে তার জালে ওই লাশটি পানি থেকে উঠে আসে। লাশ দেখে সে জাল ফেলে ভয়ে পালিয়ে বাড়িতে চলে যায়। পরে লোকজন জানতে পারলে নদীপাড়ে এসে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এদিকে সোস্যালমিডিয়ায় লাশের ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে নিহত রানার ছোট ভাই রাহাত বেলা ২ টায় লাশ সনাক্ত করে।

ঘটনাস্থলে উপস্থিত পার্বতীপুর থানার এ এস আই সনজিত বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধান্ত নিবেন।

ধারনা করা হচ্ছে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। রানা মাদকাসক্ত ছিল। মাদক নিয়ে বিরোধের জেরে এমনটা হতে পারে। (ছবি আছে)

শাহজাহান আলী মনন,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি