সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় আহত এক সেনাসদস্যের মৃত্যু :অপর দুইজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

আপডেট: জুন ২৮, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে রংপুর সৈয়দপুর মহাসড়কে সংঘটিত সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৩ সেনাসদস্যের মধ্যে একজন মারা গেছেন। ২৭ জুন রবিবার বিকাল ৫ টায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অপর দুইজন একই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিহত সেনাসদস্যের নাম মাহমুদুল হাসান। তিনি সৈয়দপুর সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার। তাঁর বাড়ী লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে।

কামারপুকুর কলাবাগান রাণু এগ্রো ইন্ডাস্ট্রি সংলগ্ন হাজীর বটতলীতে রবিবার আনুমানিক সকাল ১০ টার সময় একটি বালুভর্তি ডাম্প ট্রাক ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন সেনাসদস্য আহত হন।

এদের মধ্যে আশঙ্কাজনক তিন জনকে এলাকাবাসী উদ্ধার করে রংপুর সিএমএইচ এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে ওয়ারেন্ট অফিসার মাহমুদুল হাসান মারা যান।

দূর্ঘটনার পরেই রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে বালুবাহী ওই ড্রাম্প ট্রাকটি জব্দ করে। কিন্ত চালক ও সহযোগী পলাতক রয়েছে। (