সৈয়দপুর বিমানবন্দরের ৪ মণ চোরাই পেরিমিটার (কাঁটাতার) সহ ভ্যান উদ্ধার

আপডেট: অক্টোবর ১৬, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীরের উপরে লাগানো পেরিমিটার (কাঁটাতার) চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ৪ মণ কাঁটাতার উদ্ধার করেছে। এসময় চোরেরা ভ্যানসহ চুরিকৃত মাালামাল রেখে পালিয়ে গেছে। পলাতক ২ জন হলো সৈয়দপুর শহরের নিচু কলোনী রেলওয়ে ভাঙ্গা কোয়াটার এলাকার নবাব আলীর ছেলে শুকুর আলী (২৮) ও রমজান আলী (২২)।

১৭ অক্টোবর শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে বিমানবন্দরের উত্তর পাশে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রথমে বিমানবন্দরের পিবিএন ঘটনাস্থল থেকে চোরাই মালামাল উদ্ধার করে। তারপর পুলিশ উদ্ধারকৃত মালসহ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ আফরোজা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন। এ খবর লেখা পর্যন্ত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই তৈয়বুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সন্ধা ৭টায় বিমানবন্দর থেকে ভ্যানসহ ৪ মণ কাঁটাতার জব্দ করে থানায় নিয়ে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা করবেন। তারপরই চুরির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে। আশা করি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।