সোনাগাঁও থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা

আপডেট: জুন ২৫, ২০২৩
0

নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ শামছুল আমিন (৩৭)’কে বিপুল পরিমান জালনোটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩।

নারায়ণগঞ্জ জেলার সোনরগাঁও এলাকায় ২৪/০৬/২০২৩ তারিখ ১৮৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ সামছুল আমিন(৩৭)কে ২০০ টাকার ১০৮ টি মোট ২১৬০০/-টাকার জালনোটসহ হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ জালনোট প্রস্তুত করে যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। জাল টাকা সরবরাহের জন্য ধৃত আসামীর একাধিক সিন্ডিকেট রয়েছে। সে এবং তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের নিকট জালনোট প্রদানের মাধ্যমে মালামাল ক্রয়সহ বিভিন্ন লেনদেন করে আসছিল। এসকল চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরধারীসহ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

৩। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।