সোনারগাঁয়ে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে মিলাদ ও দোয়া

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর শিল্পাঞ্চলে সোনারগাঁ থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ও কাঁচপুর শিল্পাঞ্চল বিএনপি সভাপতি হাজী সেলিমের তত্বাবধানে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

কাঁচপুর শিল্পাঞ্চল বিএনপি সভাপতি হাজী সেলিম বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যারাই বাড়াবাড়ি করবে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান ভয়াবহ স্বৈরাচার সরকারের দানবীয় নিষ্পেষণ থেকে দেশের জনগণকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশন গঠন ছাড়া আগামীতে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। সেই লক্ষ্যে সবার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে

উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পীর মোহাম্মদ পীরু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সি নিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁ যুবদল সদস্য আমজাদ হোসেন, জেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইন, সোহেল রানা, থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ার, নিপুণ খান, জসিমউদ্দিন ও আলমগীর প্রমুখ। মিলাদ মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের সুস্থতাসহ জিয়া পরিবারের সকল সদস্যেয়ের দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এম আর কামাল
নারায়ণগঞ্জ