সোনারগাঁ হতে ১৫ কেজি গাঁজাসহ চালক ও হেলপারবেশী ২ মাদক পাচারকারী গেস্খফতার : লরী জব্দ

আপডেট: আগস্ট ৬, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত চেকপোষ্টে চট্রগ্রাম হতে ঢাকাগামী পণ্যবাহী একটি লরী তল্লাশী করে ১৫ কেজি গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯৮ হাজার ৮০০ টাকা উদ্ধারসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলো, ইকবাল খলিল (৩১) ও ইয়াছিন আরাফাত (২৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি বড় লরী জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জানায়, গ্রেফতারকৃত আসামী লরীর হেলপার ইকবাল খলিল চট্রগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন পশ্চিম হোসেন আহম্মেদপাড়া, খেজুরতলা এলাকার মৃত আলেক খাঁ এর ছেলে এবং লরী চালক ইয়াছিন আরাফাত একই এলাকার আঃ সাত্তার এর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত লরীর চালক ও হেলপার পেশার ছদ্মবেশে অভিনব পদ্ধতিতে চট্রগ্রাম থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসামীরা এরূপ অপতৎপরতা চালিয়ে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে