স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সখিপুরে স্মরণিকার মোড়ক উন্মোচন

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২২
0

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

সখিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (টাঙ্গাইল-৮) বাসাইল-সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যা গবেষক আলীম মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে, সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, যাদবপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমানের আতোয়ার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.ও গণি ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমীনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ ও সরকারি কর্মকর্তা বৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় সখিপুর উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষকসহ শতাধিক সুধীজন ও গুণীজন এ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।