স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা পরিষদের আলোচনা সভা

আপডেট: মার্চ ৫, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ডাকসুর সাবেক জিএস-ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএম মোকছেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, দিলরুবা ফাইজিয়া, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন, রাশিদা খন্দকার, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী, শিক্ষিকা বদরুন্নাহার প্রমুখ।

আলোচনা সভায় আখতারউজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর জীবন সমগ্র পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সর্বোপরী বাঙালির মুক্তি সনদ ৬ দফা দিয়ে বাঙালিদের ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।
###
ক্যাপশনঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ডাকসুর সাবেক জিএস-ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
০৫/০৩/২০২২ইং