স্বেচ্ছাসেবক দল নারায়নগঞ্জ জেলার অধীন ৪টি এবং টাঙ্গাইল জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম,নারায়নগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় নারায়নগঞ্জ জেলার ৪ টি ইউনিট এবং টাঙ্গাইল জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল নারায়নগঞ্জ জেলার সভাপতি আনোয়ার ছাদাত ছায়েম এবং সাধারণ সম্পাদক মো: মাহাবুব রহমান এছাড়াও টাঙ্গাইল জেলার সভাপতি মো: তারেকুল ইসলাম খান ঝলক ও সাধারণ সম্পাদক আব্দুর রৌফ নিজ নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন। উল্লেখ্য টাঙ্গাইল জেলার ঘাটাইল পৌর কমিটি সংশোধিত হয়ে অনুমোদিত করা হয়েছে।

নারায়নগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.ফতুল্লা উপজেলা : আহবায়ক : জাকির হোসেন রবিন, সদস্য সচিব : রাসেল মাহমুদ । যুগ্ম আহবায়ক-১. জি এম আনোয়ার হোসেন গাজী ২. আবুল হোসেন পায়েল ৩. আমিনুল ইসলাম লিটন ৪. নজরুল ইসলাম ৫. মো: মামুন হোসাইন ৬. শাহিন আহাম্মেদ সুজন (এস কে শাহিন) ৭. মোহাম্মদ আলী ৮. মতিউর রহমান ফকির ৯. ইমরান হোসেন হিমু ১০. মীর মকবুল হোসেন বাবলু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.আড়াই হাজার উপজেলা : আহবায়ক : নাজমুল হাছান বাচ্ছু, সদস্য সচিব : আলমগীর হোসেন সাকিব। যুগ্ম আহবায়ক-১. মো: হান্নান মিয়া ২. গাজী আহছান উল্লাহ ৩. মেহেদী হাছান রানা ৪. ওসমান গনি ৫.আপেল মাহামুদ ৬. মাইনউদ্দিন ৭. কাউসার আহম্মেদ হালিম ৮. সাইফুল ইসলাম খোকন ৯. মোতাহার হোসেন রাফেল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.আড়াই হাজার পৌর : আহবায়ক : মাসুদ রানা, সদস্য সচিব : আমিনুল ইসলাম সুমন । যুগ্ম আহবায়ক-১. আশরাফুল ইসলাম ২. মো: ইউসুফ মিয়া ৩. মোহাম্মদ আলী ৪. মো: রানা ৫. মো: মোস্তফা ৬. মো: নুর ইসলাম ৭. জাহিদুল ইসলাম ৮. মো: মোমেন মিয়া ৯. মো: সেলিম মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.গোপালদী পৌর : আহবায়ক : লিয়াকত আলী, সদস্য সচিব : শাহ-আলম। যুগ্ম আহবায়ক-১. জুম্মন ভূইয়া ২. ডা: মো: হামিদুল্লাহ ৩. সোহাগ মাহমুদ ৪. খন্দকার ফারুক হোসেন ৫. নাসির উদ্দিন ৬. আব্বাস উদ্দিন ৭. রাজিব আহাম্মেদ ৮. সেলিম মিয়া ৯. রাশিদুল হক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

টাঙ্গাইল জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.মধুপুর পৌর : আহবায়ক : মো: জাহাঙ্গীর আলম, সদস্য সচিব : খন্দকার মারুফ আহমেদ। যুগ্ম আহবায়ক-১. মো: জাকারীয়া ২. লিটন ঘোষ ৩. ড্যানি ভুইয়া ৪. কায়ছার ফকির ৫. সোহেল রানা ৬. রুবেল মিয়া ৭. মিরাজুল সওদাগর ৮. লিটন মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.ঘাটাইল পৌর (সংশোধিত) : আহবায়ক : মো: জাকিরুল হাসান ফিরোজ, সদস্য সচিব : মো: কামরুল ইসলাম। যুগ্ম আহবায়ক-১. ইমরান হোসেন সুমন ২. মো: জাহিদুল ইসলাম ৩. শামীম আল মামুন ৪. মো: আরিফুল ইসলাম আরিফ ৫. মো: মেহেদী হাসান হৃদয় ৬. মো: শফিকুল ইসলাম সানি ৭. নাসির উদ্দিন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।