স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলার ৮টি ইউনিট কমিটি এবং সাতক্ষীরা জেলার ১টি ইউনিট কমিটি (সংশোধিত) অনুমোদন

আপডেট: নভেম্বর ১৪, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম, পঞ্চগড় জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় পঞ্চগড় জেলার ৮টিঁ ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলার আহবায়ক মোঃ মাহামুদার রহমান (মাহাবুব) এবং সদস্য সচিব মো: আনোয়ার হোসেন তাপস এসব কমিটি অনুমোদন করেন। এছাড়াও কেন্দ্রীয় দপ্তর থেকে সাতক্ষীরা জেলার ১টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়।

পঞ্চগড় জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.পঞ্চগড় সদর উপজেলা : আহবায়ক : মো: সাহেব আলী, সদস্য সচিব : মো: আতিকুর রহমান (বাধন)। যুগ্ম আহবায়ক- ১. মো: ইব্রাহীম খলিল ২. মো: মাজেদুল ইসলাম সাজু ৩. মো: আলিউল আওলাদ প্লাবন ৪. মো: শাহাজাহান আলী ৫. মো: আরিফ হোসেন ৬. মো: সাইফুল্লাহ আল-মামুন ৭. মো: সাইফুল ইসলাম ৮. মো: মিজানুর রহমান (কাজলদিঘী) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.পঞ্চগড় পৌর : আহবায়ক : মো: জাহিদুল ইসলাম (খোকন), সদস্য সচিব : মো: মাহফুজার রহমান রতন। যুগ্ম আহবায়ক- ১. মো: মেহেদী হাসান (মুন্না) ২. মো: আশিক ইসলাম ৩. মো: শাহীনুর রহমান সাহিন ৪. মো: মকছেদুল ইসলাম ৫. মো: শাহজাহান ইসলাম (বাপ্পি) ৬. মো: মোস্তাফিজুর রহমান সুজন ৭. মো: লায়েজ হাসান ৮. মো: আমির হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.দেবীগঞ্জ উপজেলা : আহবায়ক : মো: কাদেরী কিবরিয়া রানা, সদস্য সচিব : রাসেল আহম্মেদ প্রধান। যুগ্ম আহবায়ক- ১. মো: খোরশেদ আলম ২. রেজা হাসান ৩. মো: মিজানুর রহমান মিজান ৪. মো: ওয়ালিউর লিটন ৫. মো: সবুজ ইসলাম ৬. মো: লিটন ইসলাম ৭. মো: লিটন কাজী ৮. মো: রজব আলী ৯. মো: হাবীবুর রহমান হাবীব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.দেবীগঞ্জ পৌর : আহবায়ক : মো: সাদেকুজ্জামান হীরা, সদস্য সচিব : কার্তিক রায়। যুগ্ম আহবায়ক- ১. মো: মেহেদী হাসান মিন্টু ২. মো: মিজানুর রহমান রকি ৩. মো: জাহিনুর ইসলাম বাবু ৪. মো: মলিন চৌধুরী মাফি ৫. মো: মোর্শেদ আলম সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.বোদা উপজেলা : আহবায়ক : মো: মিজানুর রহমান (মানু), সদস্য সচিব : মো: আল-আমিন সরকার। যুগ্ম আহবায়ক- ১. মো: নাজিমুল আহসান প্রধান (লাতু) ২. মো: আবু আলম ৩. মো: নাজমুল হাসান ৪. মো: আনিছুর রহমান আনিছ ৫. মো: কাদেরুল ইসলাম ৬. মো: রুহুল আমিন রিপন ৭. মো: জমির উদ্দীন জমির ৮. মো: সাইফুল ইসলাম ৯. মো: সফিকুল ইসলাম (বাবুল) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.বোদা পৌর : আহবায়ক : মো: মাজেদুল ইসলাম আকাশ, সদস্য সচিব : মো: আসলাম মির্জা। যুগ্ম আহবায়ক- ১. মো: জাফর আলী তারেক ২. মো: জাহিদুল ইসলাম বাবু ৩. মো: আনারুল ইসলাম ৪. মো: সোহেল রানা ৫. মো: তোফায়েল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৭.তেঁতুলিয়া উপজেলা : আহবায়ক : মো: মাসুদ আল করিম সরকার, সদস্য সচিব : মো: আল-আমিন জীবন। যুগ্ম আহবায়ক- ১. মো: আবু রায়হান (তাজ) ২. মো: আনিছুর রহমান রুমন ৩. মো: মোস্তফা কামাল পাপ্পু ৪. মো: মামুনুর রশিদ ৫. মো: আব্দুর রশিদ ভুট্টু ৬. মো: নাজিউর রহমান (নাজির) ৭. মো: ইমরান খান ইমন ৮. মো: সাবুল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.আটোয়ারী উপজেলা : আহবায়ক : মো: মাসুদ পারভেজ, সদস্য সচিব : মো: সালাউদ্দীন। যুগ্ম আহবায়ক- ১. মো: আফসারুল ইসলাম ২. মো: নজরুল ইসলাম ৩. মো: নাজমুল হক ৪. মো: নভেম আরাফাত গোফরান ৫. মো: আব্দুল কাদের ৬. মো: আক্তারুল ইসলাম (মির্জাপুর) ৭. মো: বাবলুর রশিদ বাবলু ৮. মো: সাদ্দাম হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

সাতক্ষীরা জেলার সংশোধিত ইউনিট কমিটি :

১.কলারোয়া পৌর : আহবায়ক : আব্দুস সালাম দিলু, সদস্য সচিব : মোঃ শামিমুর রহমান দোয়েল। যুগ্ম আহবায়ক- ১. মোঃ ইউনুস আলী ২. সালমান রতন ৩. মহিদুল ইসলাম মিলন ৪. আলী হোসেন ৫. কামরুজ্জামান ফয়সাল ৬. কাউসার আলী ৭. লিটন হোসেন ৮. শামীমুজ্জামান রনি ৯. মাহবুবুর রহমান রোহান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।