হজের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্ণীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২১
0

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : আগামী হজে, হজ এজেন্সি গুলোর অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্ণীতিমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়, সৌদিআরবের জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সাথে মতবিনিময় কালে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এই কথা বলেন।

২০শে সেপ্টেম্বর সোমবার সকালে জেদ্দাস্থ বাংলাদেশ হজ মিশনে আয়োজিত মত বিনিময় সভায় করোনা পরিস্থিতি উন্নত হলে আগামী হজে বাংলাদেশী হাজীদের হজের অনুমতি দিতে সৌদি সরকার খুব আন্তরিক বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী হজ আইন কঠোর করা হয়েছে, হজে অনিয়ম ও অব্যবস্থাপনা প্রমান হলে হজ এজেন্সি গুলোর জন্য সর্বোচ্চ শাস্তি পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা তথাপি লাইসেন্স বাতিল থাকছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি হাজিদের জন্য সৌদি আরবের মক্কায় ও মদিনায় মেডিকেল সেন্টার রয়েছে। সেখানে অনেক ওষুধের মেয়াদ নেই। হজের আগে নতুন ওষুধসহ মেডিকেল সরঞ্জাম পাঠাতে হবে। হাজিদের সেবা দেয়ার জন্য দক্ষ ডাক্তার-নার্স-স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সেক্টরে কর্মী প্রয়োজন হবে।

এদিকে, করোনা মহামারির কারণে ২০২০-২১ সালে সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের অংশগ্রহণে সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। বহির্বিশ্ব থেকে কোন হজযাত্রী সৌদি আরবে ঢোকার সুযোগ পাননি।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সাত হাজার ৭১৯ জন নিবন্ধন বাতিল করে রিফান্ড গ্রহণ করেন। এখনও ৫৩ হাজার ৪২৩ জন হজ পালনের জন্য নিবন্ধিত রয়েছেন।

এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে ২০২২ সালের হজযাত্রার আগে তা নবায়নের ব্যবস্থা নেওয়া হবে। তবে হজের খরচ কমার কোন সম্ভাবনা নেই। কারণ আগে একটি রুমে ৫ থেকে ৬ জন থাকতে পারতেন। এখন সেই রুমে ৩ জনের বেশি থাকার অনুমতি নেই। তারপরে হাজিদের সেবা দেওয়ার জন্য যতটুকু সাধ্য তারা চেষ্টা করে যাবে।

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ, এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার, এসে টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, এটিএন বাংলার মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম, চ্যানেল24 সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ, একুশে টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, ডিবিসি প্রতিনিধি রঞ্জু আহমেদ, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউসার আব্দুস সালাম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন ।