হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেপার স্কু ১২ বছর পর আটক

আপডেট: এপ্রিল ২৮, ২০২৩
0

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক আসামি পেপার স্কু (৩৩)’কে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক আসামি ১। পেপার স্কু (৩৩), পিতা-মৃতঃ কাদির স্নাল, সাং-ইয়ারপুর, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা’কে ২৭/০৪/২০২৩ তারিখ ২১৩০ ঘটিকায় গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা রুজুর পর হতেই সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপন করে। দীর্ঘ ১২ বছর যাবৎ সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে বিজ্ঞ আদালত কতৃক তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।