১৫ আগষ্ট উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২৮, ২০২৩
0

আজাদ ভূ্ঁইয়া, নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মরণে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জিরতলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মিরন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এ.বি.এম জাফর উল্লাহ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিউল আজম পিন্টু, সামছুল হক সামছু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম, উপজেলা আ’লীগের সদস্য হায়দার জাফর হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সেলিম (ডিলার), আওয়ামীলীগ নেতা ইসমাইল মাষ্টার, ইকবাল হোসেন, আবুল হাসেম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ কিরন এমপি বলন, ১৫ই আগষ্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলকংময় অধ্যায়। বঙ্গবন্ধু কে সপরিবারে হত্যার পর আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের কল্যানে কাজ করে যাচ্ছেন। বেগমগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোয়া লেগেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পূণরায় বিজয় করার আহবান জানান তিনি।